নাশকতা মামলায় অ্যাড. জহির আটক

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে আটক হয়েছে। চাঁদপুর মডেল থানা পুলিশ রবিবার, ২ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে আটক করেছে। এসআই মকবুল হোসেন সঙ্গী ও ফোর্স নিয়ে শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাঁকে আটক করেছেন বলে জানা গেছে ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, গত ২০ আগস্ট ২০২৪ তারিখে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রজনতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, অ্যাডভোকেট জহিরের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের নির্বাচন ঘোষণার সময় সেখানে তিনি হট্টগোল করেছেন। তাঁর লাঞ্চণার শিকার হয়েছেন চাঁদপুর জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন। সে ঘটনায়ও চাঁদপুর মডেল থানায় অ্যাডভোকেট জহিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সমবায় ব্যাংকের লোকজন জানান, শনিবার ছিল চাঁদপুর কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন। নিয়ম অনুযায়ী, সমিতির তিনটি পদে নির্বাচন হবার কথা ছিলো। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মুরাদ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ জুলাই তারিখে অ্যাডভোকেট জহিরের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে হত্যার অভিযোগ রয়েছে। সে ঘটনায় ইতিপূর্বে তিনি একাধিকবার জেল খেটেছেন। তাঁর স্ত্রী শাহীন সুলতানা ফেন্সী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন। একইসাথে তিনি ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত গল্লাক কলেজের অধ্যক্ষ ছিলেন।
প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া তিনি অন্য এক মহিলাকে বিয়ে করেছিলেন। সেই সূত্র ধরেই তাঁর স্ত্রী ফেন্সীর সাথে ঝগড়ার সূত্রপাত। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন রাত ৮টায় তাঁর স্ত্রীকে তিনি পিটিয়ে হত্যা করেন। তাঁর বিরুদ্ধে ওই মামলাটি এখনো চলমান রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি সেই মামলায় একাধিকবার জামিন নিয়ে এতদিন বাহিরে ছিলেন।

Loading

শেয়ার করুন: