চাঁদপুরে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া আড়াই বছরের শিশু সুমাইয়া আক্তারকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সদর উপজেলার ঢালিঘাট এলাকার সড়কের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে পিবিআই।
এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি চাঁদপুর সদর উপজেলা উত্তর বালিয়া গ্রামের বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশু সুমাইয়া আক্তার।
রবিবার বিকেলে আদালতের নির্দেশে শিশু সুমাইয়াকে তার মা ফাহিমা আক্তারের কাছে তুলে দেওয়া হয়।
পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, শিশু সুমাইয়া আক্তার নিখোঁজের পর তার মা ফাহিমা আক্তার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চাঁদপুরের আদালতে একটি মামল করেন। আদালত সেই মামলার তদন্ত করে নিখোঁজ শিশুকে খুঁজে বের করার দায়িত্ব দেয় চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে। কিন্তু দীর্ঘ ৫ মাসেও থানা পুলিশ সুমাইয়ার কোনো খোঁজ পায় না। পরে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে।
পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ আরো জানান, কে বা কারা শিশু সুমাইয়া আক্তারকে চাঁদপুর সদর উপজেলার ঢালিঘাট এলাকার সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে গতকাল শনিবার রাত ১০ টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এদিকে, রবিবার বিকেলে চাঁদপুরের আদালতে শিশু সুমাইয়া আক্তারকে হাজির করা হয়। এ সময় তার মা ফাহিমা আক্তার ও বাবা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
পরে আদালতের নির্দেশে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে তুলে দেওয়া হয়।খোঁজ নিয়ে জানা গেছে, শিশু সুমাইয়া আক্তারের বাবা আব্দুল হালিম রাজধানী ঢাকায় একটি দোকানে কাজ করেন। গ্রামের বাড়ি চাঁদপুর সদরের উত্তর বালিয়ায়। মা ফাহিমা আক্তারের সঙ্গে শিশু সুমাইয়া ও তার ছোট বোন বসবাস করতো।
তবে কেন এবং কি কারণে শিশু সুমাইয়া আক্তার নিখোঁজ হয়, তা এখনো অজানা।
বিষয়টি নিয়ে তদন্ত করবে পিবিআই। এমন তথ্য জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা।