স্টাফ রিপোর্টার ॥
নিরাপদ সড়ক চাই চাঁদপুরের উদ্যোগে ১ অক্টোবর রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।
চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুরজমিন সম্পাদক ও প্রকাশক এবং নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপন কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন , দৈনিক যুগান্তর পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির।
আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর সদর উপজেলার কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদ মোস্তান, পৌর কমিটির সদস্য সচিব নজির হোসেন, নিরাপদ সড়ক চাই সদর উপজেলা কমিটির যুগ্ন সচিব সাহনেওয়াজ আহমেদ, সদস্য সজিব আহমেদ, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ন সম্পাদক খোরশেদ আহমেদ ।
নিরাপদ সড়ক চাই এর সদস্য ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মঞ্জুর হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।