স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ নেই, নির্ধারিত সময়ে নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ আজ স্মার্ট বাংলাদেশ হচ্ছে। এদেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে বিএনপি—জামায়াত বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে হবে। ৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি ও হত্যার প্রতিবাদে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চানমিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামে আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন বিএইচ এম কবির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সদস্য সাজেদুল ইসলাম চৌধুরী দীপু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আঃ ছালাম মামুন, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ফারুক পাটওয়ারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আসমা আক্তার আখি, নায়েরগাও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সফিকুল ইসলাম, স্বেচছাসেবক লীগ নেতা ডা. ওমর ফারুক টুটুল, সাবেক ছাত্রনেতা আশ্রাফুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম তালুকদার সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. কিশোর কুমার পাল, শ্রমিক লীগ নেতা আঃ মালেক মিয়া, যুবলীগ নেতা জসিম উদ্দিন মিঠু, ইউপি সদস্য গোলাম রাব্বানী, মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রিপন মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভাটি এক পর্যায়ে জনসমুদ্রে রুপ নেয়।