নেশা এবং পেশা এক জিনিস নয় :জেলা পরিষদ চেয়ারম্যান

 

 

নিজস্ব প্রতিবেদক ॥

জেলার সাংবাদিকদের নিয়ে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সমাবেশ। গতকাল ১৩ অক্টোবর শুক্রবার ক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানের ২য় অধিবেশন বিকেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি পেশাদারিত্ব সাংবাদিকতাকে সন্মান করি, চাঁদপুরে প্রায় ২২ টি স্থানীয় দৈনিক পত্রিকা। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরে এসে প্রেসক্লাব উন্নয়নের জন্য প্রায় ১ কোটি ২৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়। পরবর্তীতে জেলা পরিষদের সমন্বয়ে আজকে প্রেসক্লাবের উন্নত অবকাঠামো অনেক শক্ত হয়েছে। এটি ক্লাবের সদস্যদের ঐক্যের কারণে সম্ভব হয়েছে। তাই আমার পরামর্শ থাকবে প্রত্যেকটি উপজেলায় সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি করে শক্ত কমিটি করবেন।

তিনি আরও বলেন, পেশাদারিত্বের মন নিয়ে দেশ, জাতি, সমাজের জন্য কিছু করার অঙ্গীকারাবদ্ধ হবেন। ৩০ লক্ষ শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের বসবাসের জন্য যারা আবাসভূমি দিয়ে গিয়েছেন, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলা, সেই দেশের প্রতি কিন্তু আমাদের অঙ্গীকারাবদ্ধ থাকা উচিত বলে আমি মনে করি। আমাদের মনে রাখতে হবে পেশা একরকম জিনিস আর নেশা আরেক রকম জিনিস। সাংবাদিকতা কারো কারো পেশা হতে পারে, আবার কারো কারো নেশাও হতে পারে। আপনি পেশায় হতে পারেন ডাক্তার, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, দিনমজুরসহ ইত্যাদি তাই বলে আপনার যদি ওই ধরনের গুন, মান, যোগ্যতা, দক্ষতা থেকে থাকে তাহলে আপনিও সাংবাদিক হতে পারেন বলে আমি মনে করি।

ওচমান গণি পাটওয়ারী বলেন, এই দেশটি আমাদের সকলের আগামী দুইটা মাস দেশে কঠিন অবস্থা চলবে। তার উপর ইউক্রেন রাশিয়া যুদ্ধে সারা পৃথিবীব্যাপী অর্থনৈতিক অবস্থাকে লন্ডভন্ড করে দিয়েছে। তাই আমি বলব আপনাদের কলমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দেশের যেন উপকার হয়, মানুষ যেন আতঙ্কিত না হয় সেই ধরনের লেখনি দিয়ে আপনারা মানুষকে শান্ত রাখবেন। তাই সাংবাদিকদের কাছে আমার বিনীত অনুরোধ এদেশের জন্য মমত্ববোধ, দেশাত্মবোধের অঙ্গীকার, ন্যায়নীতিকে সমন্বয় রেখে সাংবাদিকতার প্রতি সম্মান রেখে আজকে বাংলাদেশ যে পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে, সেই কথাগুলোকে আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরুন।

দিনব্যাপী চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত সমাবেশের দ্বিতীয় অধিবেশনে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি আহসান উল্লাহ, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ, টিভি সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রেসক্লাব নেতৃবৃন্দ, অতিথি এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগত সকল অতিথি এবং সাংবাদিকদের সকলের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Loading

শেয়ার করুন: