মোরশেদ সেলিম:
চাঁদপুর শহরের ওয়ালেস এলাকার ব্রিজের কাছে রাস্তায় কুড়িয়ে পাওয়া পথচারীর ৩৫ হাজার ৬শ’ টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ কনস্টেবল মো: আবদুল আহাদ।
ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সোভান গ্রামের মোঃ রুস্তম খাঁনের ছেলে মো: রুবেল হোসেন একটি সমিতিতে কাজ করেন। রাস্তায় চলার পথে গত ১০ মার্চ শহরের ওয়ালেস এলাকার চাঁদপুর সেতুর কাছে তার টাকা খোয়া যায় । সেই পথে পুলিশ কনস্টেবল মো: আবদুল আহাদ আসার সময় রাস্তায় ছিটকে পড়া টাকাগুলো কুড়িয়ে নেয় ।সেই সময় তিনি আশে-পাশের লোকজনকে নিজের পরিচয় দিয়ে বলেন, পুলিশ সুপার কার্যালয়ে আমি চাকুরী করি । টাকা মালিককে খুঁজে পেলে অফিসে নিয়ে আসবেন । উপযুক্ত প্রমান দিতে পারলে তাঁকে টাকাগুলো পেরত দেয়া হবে।
যেই কথা সেই কাজ প্রকৃত মালিককে খোঁজে পাওয়ার পর পুলিশ কনস্টেবল মো: আবদুল আহাদ অফিসের লোকজনের উপস্থিতিতে তার কাছে টাকা হস্তান্তর করেন। রুবেল চাঁদপুর মেডিকেল সেন্টারের ৩য় তলা যুবধারা কোনজোমার কো- অপারেটিভ সোসাইটিতে চাকুরীরত আছেন ।