পরিবেশ অধিদপ্তরে অভিযানে এক ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি॥

চাঁদপুরে অবৈধ ইটভাটা সমূহের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। ৯ ফেব্রুয়ারি রোববার অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ৫(১) ও ৫(২) লংঘন করে ইটভাটা পরিচালনা করায় সদর উপজেলার মৈশাদী এলাকার এ এম এম বিক্রসকে দুই লাখ টাকা জরিমান করে।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

এছাড়াও অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ।

ইটভাটাগুলোকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স এবং ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ সক্রিয় সহযোগিতা প্রদান করে।

Loading

শেয়ার করুন: