নিজস্ব প্রতিবেদক ॥
ভারত সরেকারের আমন্ত্রণে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুাক্তযোদ্ধা লেঃ (অব:) এম এ ওয়াদুদ। পশ্চিমবঙ্গ প্রদেশের কলকতার ফোর্ট উইলিয়ামে ১৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ৩০ সদসস্যের এবটি টিম অংশ নিচ্ছে। সে টিমের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন এম এ ওয়াদুদ। অনুষ্ঠানে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাগণসহ রাষ্ট্রের বিভিন্ন পযূায়ের সাবেক সামরিক ও বেসামরিক ব্যাক্তিগণ অংশ নিবেন।
রাষ্ট্রীয় সফরের বিষয়ে এম এ ওয়াদুদ জানান, আমি ভারত সরকারের আমন্ত্রণে ভারতে পশ্চিমবঙ্গে যাচ্ছি। ১৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আমি ভারতে অবস্থান করবো। রাষ্ট্রীয় এ সফরটি যেন সুন্দরভাবে সু সম্পন্ন করে দেশে আসতে পারি পারি সেজন্য চাঁদপুরের আপামর সকল জনগণের দোয়া কামনা করছি।
সামরিক বাহিনীর সাবেক অফিসার যারা রনঙ্গনে যুদ্ধ করেছেন বীর মুক্তি পর্যন্ত যে বার্ষিক ‘বিজয় দিবস’ উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে ভাঅংশগ্রনে