কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় অগ্নিকন্ডে একটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার সকালে উপজেলার পালাখাল বাজারের পিংকি হার্ডওয়্যার ও মাটিঘর দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধান হয়েছে হয়েছে বলে জানান দোকান মালিক রামু চন্দ্র রায়।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও বাজার ব্যবসায়ীরা জানান, শনিবার সকালে পাশ^বর্তী দোকান চৌধুরী মেডিকেল হলে মেরামতের কাজ করতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে ওই বাজারের ব্যবসায়ী আগুন নিভাতে গিয়ে আজম খান নামের একজন গুরুতর আহত হয়। তবে অল্পের জন্য পাশ^র্তী বেশকিছু দোকানপাট ভয়াভহ অগ্নিকান্ড থেকে রক্ষা পায়।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,বাজার সভাপতি আব্দুল খালেক,সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।