চাঁদপুর জেলা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ৪২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক কারবারি আটক হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাতে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে গণমধ্যমে এ তথ্য জানানো হয়।
জেলা পলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ টামটা ইউনিয়নের হোসেনপুর নামক স্থান থেকে মো. সুমন মিয়া (৩৬) নামে মাদক বিক্রেতাকে ২৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। মতলব দক্ষিণ থানা পুলিশ দাশপাড়া পানির ট্যাংকি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শুক্কুর মোল্লা (৩৩) ও মো. সুমন হোসেন (২৭) কে আটক করেন।
মতলব উত্তর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মান্দারতলী সরকার বাড়ী এলাকা থেকে মো. হৃদয় সরকার (২৪) নামে মাদক বিক্রেতাকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এছাড়া কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার কড়ইয়া হাজীগঞ্জ-কচুয়া সড়ক থেকে মো. বাবুল (৩৬) নামে মাদক বিক্রেতাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্ব স্ব থানায় মামলা হয়েছে এবং তাদেরকে আজকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।