প্রবাসে শাওনের আত্মহত্যা

 

সাহাদাত হোসেন ॥

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জনৈক রমজান আলীর ছেলে মোঃ শাওন (২২) সৌদি আরবে আত্ত্বহত্যা করেন বলে জানান তার পরিবার।

সরজমিনে জানা যায়, শাওন প্রেম নিবেদন করে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরে জান্নাতি নামে এক মেয়েকে গত ০৮ মাস পূর্বে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর শাওন প্রায় ৫/৬ লক্ষ টাকা খরচ করে বিদেশ পারি জমান।

শাওনের বাবা রমজান আলী প্রধান ও তার মা সুমি বেগম জানান, তার বাড়িতে একটি চৌচালা ঘর ঝড়াঝিন্ন, কেন ঘর ঝড়াঝিন্ন এ বিষয়ে শাওনের স্ত্রী জান্নাত শাওনের সাথে মোবাইল ফোনে ঝগড়া বিবাদ করতেন এবং ঝগড়া লেগেই থাকতো। শেষ পর্যন্ত এ বিষয়ে শাওনের আত্ত্বহত্যা করতে হলো।

এ ব্যাপারে দেশী বিদেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ কে দৃষ্টি দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন শাওনের পরিবার। ছেলের জন্য অঝোরে কাঁদছেন শাওনের বা সুমি বেগম। তিনি তার ছেলের লাশ বাংলাদেশে ফেরৎ দেওয়ার জন্য আকুতি মিনতি করছেন।

Loading

শেয়ার করুন: