প্রয়াত দিপু চৌধুরীর রূহের মাহফিরাত কামনায় দোয়া

মতলব উত্তর ব্যুরো:

মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কলেজ মিলনায়তনে কোরআন তেলোয়াত, মিলাদ  দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর বড় ছেলে আশফাক চৌধুরী মাহি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনারা জানেন আমার বাবা ডিসেম্বর এর দুই তারিখ প্রয়াত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জৈষ্ঠ্যপুত্র ও  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু’ ওনার স্বপ্ন একটাই মতলবকে মিনি সিঙ্গাপুর করা, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত মতলব, সন্ত্রাসমুক্ত করা, মতলবের মানুষের উন্নয়ন ছিলো আমার বাবার ধ্যান ধারণা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার বাবার স্বপ্ন আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করব। আর এই আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের সার্বিক সহযোগিতা ও উন্নয়নে আমি কাজ করব ইন্শাআল্লাহ। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে ক্ষমা করে কবর আজাব মাফ করেন। আজ শহীদ বুদ্ধিজীবি দিবস শহিদ দের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের জন্য ও দোয়া চাচ্ছি। অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান।

শোক বার্তা পাঠ করেন, আলী আহম্মদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয়ের প্রভাষক রাবিয়া বসরী। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবি ও প্রয়াত দিপু চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী লীগ এর উপ-কমিটির সদস্য আহসান উল্যাহ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তানজিম সরকার রিয়াদ, মোহন পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, যুব লীগ নেতা বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা ছদরুল আমিন।

আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্যাহ সরকার লিখন, এসএম নোমান দেওয়ান। উপস্থাপনা ও সার্বিক সহযোগিতা ছিলেন, মোসাদ্দেক মামুন, প্রভাষক এনামুল হক ও নেহেল আহম্মেদ।

Loading

শেয়ার করুন: