স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপুর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় শহরের জেএমসেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বাসভবনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব নির্বাচিত সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক কে এম মাসুদের নেতৃত্ব ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব নির্বাচিত সহ-সভাপতি অভিজিত রায়, যুগ্ম-সম্পাদক শরীফুল ইসলাম, কোষাধক্ষ্য মাও. আবদুর রহমান গাজী, দপ্তর সম্পাদক কবির হোসেন মিজি, আপ্যায়ন উপ-পরিষদের সদস্য সচিব মুহাম্মদ আলমগীর প্রমুখ।