ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি বসতঘরসহ চারটি ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে মঙ্গলবার (৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। এতে অন্তত সাত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, সকালে ওয়াপদা রাস্তার দক্ষিণ পাশে সিএনজি অটোরিক্সা চালক দেলোয়ারের বাড়িতে অগ্নীকান্ডের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুণে দেলোয়ারের চৌচালা ঘর একটা, দোচালা ঘর একটা, একচালা ঘর দুইটা পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া ঘরে থাকা স্টিলের আলমারি দুইটা, শোকেস একটা, কেবিনেট একটা, খাট চারটা, ফ্রিজসহহ ঘরের যাবতীয় আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। ধারনা করা হচ্ছে, ধারণা বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।