ফরিদগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে ড্রেজার মেশিন বিনষ্ট

আ.কাদের:

ফরিদগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। ১৮ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার ১৪ নং দক্ষিন ইউনিয়নের চররামপুর এলাকার ডাকাতিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করে

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, নদীর তীরবর্তী অংশে বালু উত্তোলনের ফলে আশে পাশের বাড়ি হুমকির মুখে থাকে,তাই উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকে। উপজেলার ১৪ নং ইউনিয়নের চররামপুর এলাকায় অজ্ঞাতকারী একটি চক্র নদীতে অবৈধ ভাবে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করছিল। এই ঘটনাটি শুনে পুলিশ নিয়ে সেখানে যাই, সেখানে কাউকে না পাওয়ায় জরিমানা করা যায়নি। তবে ড্রেজার মেশিনটি বিনষ্ট করে দেই, যাতে পরবর্তীতে এই মেশিন দিয়ে আর বালু উত্তোলন করতে না পারে।

Loading

শেয়ার করুন: