ফরিদগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন বিনষ্ট

ফরিদগঞ্জ উপজেলায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। ৩ মার্চ বুধবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে। সেই আলোকে, উপজেলার গুবিন্দপুর এলাকার পশ্চিম লাড়–য়ায় অজ্ঞাতকারী একটি চক্র ফসলি জমিতে অবৈধ ভাবে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করছিল। এই ঘটনাটি আমরা শুনে পুলিশ সহায়তায় ড্রেজার মেশিনটি বিনষ্ট করে দেই।

Loading

শেয়ার করুন: