ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি :

ফরিদগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে একঝাঁক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠনটির প্রধান কার্যালয় খাজুরিয়া বাজারের পশ্চিম মাথায় ১৩ জুলাই বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন ও গীতাপাঠ শেষে উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামানের সভাপতিত্বে ও আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক মো.মাসুদ মিজি মামুন।

মো.মাসুদ মিজি মামুন বলেন,সমাজের প্রতি আমরা প্রত্যেকেই দ্বায়বদ্ধ । আমাদের বেড়ে উঠাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সমাজের উপর নির্ভরশীল। আমাদের সমাজ ব্যবস্থা যত সুন্দর হবে, আমাদের জীবনাচর তত সুন্দর হবে।

উপস্থিত ছিলেন,সাংবাদিক নুরুন্নবী নোমান,ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান,খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহজাহান খাঁন,সমাজসেবক খলিলুর রহমান বেপারী প্রমুখ।

Loading

শেয়ার করুন: