ফরিদগঞ্জ প্রতিনিধি:
করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব। এই প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
সোমবার (৮মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী জিএস তসলিম হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যার মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সহ-সভাপতি আব্দুস ছোবহান লিটন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেতৃবৃন্দ।