ফরিদগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

একুশের প্রথম প্রহরে রাতের নিস্তব্ধতা ভেঙে জেগে ওঠে ফরিদগঞ্জ দিবসের প্রথম প্রহরে শনিবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যড.জাহিদুল ইসলাম রোমান,ইউএনও শিউলী হরি সরকারী কর্মকর্তা কর্মচারীসহ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন।

প্রর্যায়ক্রমে, সংসদ সদস্য সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমানের পক্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল হোসেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি, ফরিদগঞ্জ পৌরসভা,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগ ও হকার্সলীগ, স্কাউট, বাংলাদেশ ড্রাগিস্ট এন্ড কেমিষ্ট সমিতির উপজেলা শাখা,ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেন, ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি, উপজেলা মোবাইল ফোন এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আঃ ছোবাহান লিটন এর নেতৃত্বে সংবাদকর্মীগণ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।

Loading

শেয়ার করুন: