নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ফরিদগঞ্জের ১৩ ইউনিয়নে ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিনে মোট ৪’শ ৭১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৩ ইউনিয়নে ৫ম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বালিথুবা পশ্চিম ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ১টি, সাধারন সদস্য ০৬টি।
বালিথুবা পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪টি, সংরক্ষিত মহিলা সদস্য ৭টি, সাধারন সদস্য ৩৬টি, সুবিদপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪টি, সংরক্ষিত মহিলা সদস্য ১০টি, সাধারন সদস্য ২২টি, সুবিদপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮টি, সংরক্ষিত মহিলা সদস্য ১১টি, সাধারন সদস্য ৩৬টি,গুপ্টি পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ২টি, সংরক্ষিত মহিলা সদস্য ৫টি, সাধারন সদস্য পদে ২৮,গুপ্টি পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩টি, সংরক্ষিত মহিলা সদস্য ৭টি, সাধারন সদস্য পদে ৩২টি,পাইকপাড়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০টি, সংরক্ষিত মহিলা সদস্য ৭টি, সাধারন সদস্য পদে ৩৩টি,গোবিন্দপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫টি, সংরক্ষিত মহিলা সদস্য ৯টি, সাধারন সদস্য পদে ৩০টি,গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪টি, সংরক্ষিত মহিলা সদস্য ৮টি, সাধারন সদস্য পদে ৩৩টি।
চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০টি, সংরক্ষিত মহিলা সদস্য ৩৪টি, সাধারন সদস্য পদে ১০টি। চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ২টি, সাধারন সদস্য ৯টি মনোনয়ন সংগ্রহ করেছে প্রার্থীরা।রুপসা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫টি, সংরক্ষিত মহিলা সদস্য ৬টি, সাধারন সদস্য পদে ২৫টি।রুপসা দক্ষিন ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ২টি, সাধারন সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
ফরিদগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র সংগ্রহের প্রথম দিনে ১’শ ৩২জন প্রার্থীসহ মোট ৬শ’ ৩জন প্রার্থী মনোনয়ন তাদের ফরম সংগ্রহ করেন।