ফরিদগঞ্জে পানি বন্দিদের পাশে চৌমুহনী বাজার যুব সমাজ 

 

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর ফরিদগঞ্জে পানি বন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন চৌমুহনী বাজার যুব সমাজ।  ২৯আগস্ট (বৃহস্পতিবার) ফরিদগঞ্জ ১২নঙ চর- দু:খিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চৌমুহনী বাজার যুব সমাজের উদ্যোগে পানি বন্দি মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
এসময় এলাকার প্রায় দুই থেকে ৩শ পানি বন্দি পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন,চাউল, তৈল, আটা, চিনিসহ প্রয়োজনীয় ঔষধসহ কয়েকশ প্যাকেট খাবার বিতরণ করতে দেখা যায়।
এসময় ত্রাণ সহায়তাকালে উপস্থিত ছিলেন চৌমুহনী বাজার যুব সমাজের স্বেচ্ছাসেবী আব্দুল কাদির পাটোয়ারী, ব্যাবসায়ী ও সমাজসেবক মারুফসহ অন্যান্য সকল সদস্যরা। ত্রাণ ও খাদ্য সহায়তায় ছিলেন এলাকার দেশী ও প্রবাসী ভাইয়েরাসহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

Loading

শেয়ার করুন: