
কেএম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য নকল পুলিশ মো. শান্ত (২৩) গ্রেপ্তার হয়েছে। পার্শ্ববর্তী রায়পুর উপজেলার চরপাতা গ্রামে রবিবার গভীররাতে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর সোমবার (২০ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত শান্ত উত্তর চরপাতা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার কাছ থেকে অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত শান্ত ও তার সঙ্গীয়রা আন্তঃজেলা অপরাধী চক্র পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পরিচয় প্রদান করে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ, রায়পুর উপজেলাসহ বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানান অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের নিত্যদিনের অপরাধ কর্মকাণ্ডের অংশ হিসেবে গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ থানা এলাকার চতুরা ব্রিজের উপর পুলিশ পরিচয় দিয়ে একটি অটোরিশকার পথরোধ করে তল্লাশির নামে ওই অটোরিকশাতে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
ঘটনার শিকার অটোরিকশাচালক সবুজ বেপারী চাঁদপুর সদর এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডিম বহন করে রায়পুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে দিয়ে নগদ টাকা নিয়ে গন্তেব্যের উদ্দেশ্যে ফেরার পথে চতুরা ব্রিজের উপর পুলিশ পরিচায়দানকারী ছিনতাই চক্রের খপ্পরে পড়েন। ছিনতাইকারীরা চলে গেলে ভুক্তভোগী সবুজ বেপারী ফরিদগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নানান কৌশল অবলম্বন করে অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে চরপাতা এলাকায় অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, আটককৃত মো. শান্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। বাকিদেরও আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।