ফরিদগঞ্জে বিএনপির মিলন মেলা

 

নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার (১নভেম্বর) বিকেল ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবুর সভাপতিত্বে এবং বিএনপি নেতা খোরশেদ আলম পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি দেলোয়ার হোসেন পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবকে সাংগঠনিক সম্পাদক আ: জলিল, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা টেলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,  যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, তাঁতি দলের সভাপতি মনির হোসেন, চাঁন মিয়া পাটওয়ারী,কামাল হোসেন, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ পাটওয়ারী, আবদুল আলী, আমু, তাজুল ইসলাম, নবিত, নেয়ামত, শরীফ, ইউছুপ, নাছির, মোঃ হাফেজ, জাকির সুমন, আবদুল আলী প্রমুখ। সকল ওয়ার্ডের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির একচি শক্ত ঘাঁটি। এর মধ্যে রূপসা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর অনেক নিপিড়িন এবং অত্যাচার ভোগ করেও দলের জন্য কাজ করে গেছে। আমাদেরকে দু:সময়ে সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং রাজম্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ আমাদের তথা উপজেলাবাসীর পাশে ছিল। আগামীতে তিনি আমাদের পাশে থাকবেন বলে আশা করছি।

Loading

শেয়ার করুন: