জসিম উদ্দিন:
ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন, ৪,৫,৬ নং ওয়ার্ডের আয়োজনে সুবিদপুর গ্রামে ১৬ আগস্ট শুক্রবার জুমার নামাযের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্বরণে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সারিনা আলম কনস্ট্রাকশন এর চেয়ারম্যান সামছুল আলম সুমন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও চেয়ারম্যান বেলায়েত হোসেন,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা হানিফ মুন্সি, আশরাফুল আলম,এমরান পাটোয়ারীসহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে সামছুল আলম সুমন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফরিদগঞ্জের ৩ জন শহীদ পরিবার খোঁজ খবর রাখা আমাদের দায়িত্ব, আমরা সবাই মিলে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করবো, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করেন।
বক্তব্য শেষে ছাত্র আন্দোলনে আহত ফরিদগঞ্জ বাঁশরা গ্রামের তামিম ও আবু সায়েম কে অর্থ প্রদান করেন, এবং পরিবারের পাশে সব সময় থাকবেন বলে আশ্বাস দেন।