ফরিদগঞ্জ প্রতিনিধি:
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ফরিদগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিউলী হরির সভাপতিত্বে আয়োজিত উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ আহাম্মেদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্যাহ তপদার,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন।
এছাড়াও বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সচিব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক, সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।