ফরিদগঞ্জে যুব সমাজের উদ্যোগে মাহফিল

জসিম উদ্দিন,ফরিদগঞ্জ :

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব বড়ালী ও গাব্দেরগাও যুব সমাজের উদ্যোগে ১৩ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) পূর্ব বড়ালী ও গাব্দেরগাও যুব সমাজের উদ্যোগে ১৩ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে হাফেজ নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ ওহাব আলী খলিফা ।

প্রধান ওয়াজিন হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিল কুরআন নন্দিত আলোচক, বিশিষ্ট কলামিস্ট, ও গভেষক, বহু গ্রন্থ প্রনেতা হযরত মাওলানা: মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, ঢাকা।

বিশেষ ওয়াজের হিসেবে মূল্যবান নসিহত পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ক্বারী. এম আব্দুল্লাহ আল মামুন , ঢাকা।

মাহফিলে আরো ওয়াজ করেন,মুফতি আনোয়ার হোসাইন আমিনীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রখ্যাত ওলামায়ে কেরামগণ মাহফিল শেষে বিশ্বের মুসলিম উম্মাহ, দেশবাসীসহ সকলের জন্য দোয়া কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

Loading

শেয়ার করুন: