ফরিদগঞ্জে যৌথবাহিনীর  অভিযানে আটক -১ 

কে এম নজরুল ইসলাম,ফরিদগঞ্জ :
চাঁদপুরের ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাবেক মেয়র মাহফুজ হকের বাড়ি ও পৌর বিএনপির সভাপতি আমানত গাজীর মার্কেটসহ উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে লেফটেন্যান্ট কর্ণেল মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম, চাঁদপুর ওসি ডিবি মো. মহিউদ্দিনসহ সেনা, পুলিশ ও ডিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বুধবার দুপুরে উপজেলা সদরসহ গোবিন্দপুর উত্তর-দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান চালিয়েছে। যৌথবাহিনী এসময় উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম স্বপনকে আটক করেন। স্থানীয়রা জানান, আওয়ামী শাসনআমলে স্বপনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।
যৌথবাহিনী তাদের অভিযানে পৌর এলাকার চরকুমিরা গ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ স্পটে এবং পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজ হকের বাড়িতে এবং পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজীর মার্কেটে ঝটিকা অভিযান চালিয়েছে।
অভিযানের বিষয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Loading

শেয়ার করুন: