ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

আ: কাদের:

ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ছিদ্দিক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামে শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই বাড়ির লম্পট বৃদ্ধ মো.ছিদ্দিক বেপারি তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ সময় শিশুটির কান্না শুনে তার মা লম্পটের ঘরে ডুকে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় শিশুটির মা দেখতে পায় শিশুটির যৌনাঙ্গ থেকে অনবরত রক্ত বের হচ্ছে। গুরুতর অবস্থায় শিশুটিকে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগ পেয়ে আমরা ধর্ষক ছিদ্দিক বেপারীকে আটক করেছি এবং ধর্ষণ আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছি।

Loading

শেয়ার করুন: