ফরিদগঞ্জে সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর স্মরণে দোয়া 

 ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে মরহুম সাংবাদিক সাঈদ পাটওয়ারীর রুহের মাগফেরাত এবং বিশ্ববাসীর সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাও. হাবিবুর রহমান।
প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, ক্রীড়া সম্পাদক আলী হায়দার টিপু পাঠান, আইসিটি বিষয়ক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক মৃধা, সদস্য মেহেদী হাসান, জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, জীবদ্দশায় সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী দৈনিক নিউজ টুডে, দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের ফরিদগঞ্জ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ফরিদগঞ্জ বাজারে পাটওয়ারী ডিপার্টমেন্টাল স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। এছাড়াও তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, ফরিদগঞ্জ উপজেলার সাবেক পরিচালক, উপজেলা বিআরডিবি কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Loading

শেয়ার করুন: