আব্দুল কাদের ॥
ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেত্রী ও গত উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা আক্তার (শেলী) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
আজ ১০ অক্টোবর (সোমবার) দুপুর ১২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন। মরহুমের ছোট ভাই সাবেক পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমার বড় বোন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের নির্বাচিত ছাত্রলীগের মহিলা সম্পাদিকা এবং আওয়ামিলীগের দূসময়ের নেতৃত্ব দিয়েছিলেন । বর্তমানে তিনি তার স্বামীর রেখে যাওয়া গার্মেন্টস ব্যবসার দেখা শোনা করতেন। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৩২ হাজার ভোট পেয়েছিলেন। তিনি স্বাভাবিক সুস্থ ছিলেন হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ফরিদগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে কোম্পানী বাড়ির সামনে বাদ এশা মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।