ফরিদগঞ্জ পৌরসভায় মেয়রের দায়িত্ব হস্তান্তর

আবদুল কাদের:

১৩ মার্চ রবিবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে বিদায়ী মেয়র মাহফুজুল হক নবনির্বাচিত মেয়র বীর মুক্তীযোদ্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জনাব আবুল খায়ের পাটওয়ারী’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান জায়েদুল ইসলাম রোমান,ভাইস- চেয়ারম্যান জি এস তসলিম,সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার,ফরিদগঞ্জ থানার অফিসার ইনসার্চ মোঃ শহীদ হোসেন। উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাজমুন নাহার এ্যানি। ছাত্রলীগ সভাপতি মাহবুবুল আলম সোহাগ, এবং নির্বাচিত সকল সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরগণ।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা সদরের ওয়াপদা মাঠে আলোচনা সভায় পৌরসভার সচিব খোরশেদ আলমের সভাপতিত্বে
বিদায়ী মেয়র মাহফুজুল হক বলেন,আমার পাঁচ বছরে আমি শুন্য থেকে ৭০% কাজ সম্পন্ন করেছি,আশা করি বর্তমান মেয়র সকল কাজ সম্পন্ন করবেন।

আলোচনায় নতুন মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন,আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।

Loading

শেয়ার করুন: