ফুটবলকে আমাদের জনপ্রিয় করে তুলতে হবে:শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর স্টেডিয়ামে ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। 

তিনি তাঁর বক্তব্যে বলেন, ফুটবলকে জনপ্রিয় করতে আজকের এ আয়োজন। আমিনুল এর আগেও চাঁদপুর স্টেডিয়ামে অনেক ম্যাচে খেলেছেন। চাঁদপুরের অনেক ফুটবলারের সাথে রয়েছে তার গভীর সম্পর্ক। চাঁদপুরের ফুটবলারদেরকে নিয়ে একসাথে ঢাকার বিভিন্ন মাঠে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। আশা করি চাঁদপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্যে এবং স্টেডিয়ামের উন্নয়নে সহযোগিতায় এগিয়ে আসবেন আমিনুল হক। চাঁদপুরে এ ধরনের আয়োজন করায় জেলা বিএনপির পক্ষ থেকে সকলের প্রতি শুভেচ্ছা রইলো ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাফ জয়ী অধিনায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আমিনুল হক।

প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব ২-১ গোলে চাঁদপুর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে।

Loading

শেয়ার করুন: