বঙ্গবন্ধুর জন্মদিনে প্রেসক্লাবের কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর প্রেসক্লাব। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ ১৭ মার্চ ভোরে চাঁদপুর প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে যোগদান।

স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচিতে প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা। -প্রেস বিজ্ঞপ্তি।

Loading

শেয়ার করুন: