স্টাফ রিপোটার :
বঙ্গবন্ধুর জন্মদিন , শিশুর হৃদয় হোক রঙিন এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনার পূর্বে সকালে চাঁদপুর সরকারী কলেজের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ১১ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী আলহাজ¦ অ্যাডঃ মোঃ কাজী হাবিবুর রহমান। সমিতির সভাপতি আলহাজ¦ অ্যাডঃ আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী আলহাজ¦ অ্যাডঃ মোঃ রুহল আমিন (১ ) ।
জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক আলহাজ¦ অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় অনান্যও মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ রুহল আমিন সরকার(২), আলহাজ¦ শেখ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ মোঃ আব্দুর রহমান, অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ সহিদুল্লাহ কায়সার, অ্যাডঃ দেবাশীষ কর মধু, অ্যাডঃ মোঃ বদিউজ্জামান কিরন, অ্যাডঃ তোফাজ্জল মিয়া, অ্যাডঃ গোলাম মোস্তফা আখন্দ, অ্যাডঃ আতিকুর রহমান, অ্যাডঃ মোঃ শহীদ উল্লা পাটওয়ারী, অ্যাডঃ গাজী মোঃ দুলাল মিয়া, অ্যাডঃ শাহআলম ফরাজী, অ্যাডঃ আবদুস সাত্তার, অ্যাডঃ এম এ হালিম পাটওয়ারী,অ্যাডঃ রফিকুল ইসলাম ভুইয়া , অ্যাডঃ মোহাম্মদ নুরুল আমিন খান, অ্যাডঃ ইমাম হোসেন টিটু, অ্যাডঃ বিশ^জিত কর রানা প্রমুখ। আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়।