নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও মাইজভান্ডার দরবার শরীফের পীর নবী বংশের ৩১ তম আওলাদ ডঃ শাহজাদা সাইয়েদ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হুসাইন আল মাইজভান্ডারী আজ সোমবার(২৪ জুন) চাঁদপুর আসবেন।
তিনি বাদ মাগরিব চাঁদপুর শহরের ৫ নং ওয়ার্ডের ঢালির ঘাট আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া সাইফিয়া মাইজভান্ডারিয়া খানকা শরিফে তাশরিফ আনবেন।
পরে ভক্তদের উদ্দেশ্যে নসিহত পেশ করবেন। ঢালিরঘাট খানকা শরীফের সাধারণ সম্পাদক আলমগীর পাটোয়ারী মাইজভান্ডার দরবার শরীফের সকল আশেকান ,জাকেরান,ভক্তদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।