বাবুরহাটে ব্যবসায়ী কাউছার মালের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :

বাবুরহাট বাজার পরিচালনা কমিটির ৩ বারের নির্বাচিত সদস্য,গণঅভ্যুথানের অগ্রজ সৈনিক সাইফুল ইসলাম কাউছার মালের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মিথ্যে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটি ও সর্বস্তরের জনগন।

২৭ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০ টায় বাবুরহাট মতলব পেন্নাই সড়ক ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। এ সময় সড়কে বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।মানবন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বক্তারা বলেন,সাইফুল ইসলাম কাউছার মাল বাবুরহাট বাজার পরিচালনা কমিটির ৩ বারের নির্বাচিত একজন সম্মানিত সদস্য। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুথান নেতৃত্ব দেয়া একজন অগ্রজ সৈনিক। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে রাজনৈতিক একাধিক মিথ্যে মামলা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, সেই অভিযোগ এবং বাস্তবতার সাথে কোন মিল নেই।আমরা দেখেছি তাকে সৌদি আরবে কোন একজন ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপন দাবি তুলে ধরা হয়েছে। অথচ সে কোনদিনও বিদেশে যাননি।

এছাড়া বাবুরহাট বাজারে তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যু, সন্ত্রাসী কর্মকান্ডের কথা তুলে ধরা হয়েছে। যা সম্পর্ন মিথ্যে ও বানোয়াট। আমরা কাউছার মালের বিরুদ্ধে এইসব একাধিক মিথ্যে মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাসুদ পালোয়ান, জিন্টু মাল, আলমগীর হোসেন, মাসুদ মাল, মমিন খান, ডাক্তার কবির গাজী, ডাঃ শফিকুর রহমান, মোশারফ হোসেন মুসু, জলিল আখন্দ, মাসুদুর রহমান, সুমন, জামাল খান,যুব নেতা সাগর, আলামিন হাওলাদার, আনোয়ার খান।

উল্লেখ্য : কয়েকদিন পূর্বে সৌদি আরবে আপহরন মামলা এবং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ ভাঙ্গন ও লুটপাটের মামলায় সাইফুল ইসলাম কাউছার মালকে গ্রেফতার করা হয়।

 

মানববন্ধনে বক্তরা বলেন, মূলত কাউছার মাল একজন পর উপকারি মানুষ, সে সবসময় মানুষের কল্যাণে কাজ করেছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। যে কেউ উদ্দেশ্য মূলক ভাবে এ অভিযোগটি দায়ের করেন, বাবুরহাট বাজার পরিচালনা কমিটি, ব্যববসায়ী ও সর্বস্তরের জনগন সাইফুল ইসলাম কাউছার মালের অতি দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি করেন।

 

Loading

শেয়ার করুন: