বালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

 
নিজস্ব প্রতিনিধি :
 চাঁদপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার নামে ১৫ মাসের বয়সী এক শিশু মৃত্যুবরন করেছে। রবিবার (১৭ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন ৩ং ওয়ার্ড মধ্য বালিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। 
 
জানা যায়, শিশুটি ঐ এলাকার প্রবাসী মো: আক্তার হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা বাড়িতে রান্নার কাজ করছিল। এদিকে শিশু হুমায়রা বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় সবার অজান্তে বাড়ির পেছনে চলে যায়। একসময় অসাবধানবসত পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পর মাসহ পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে কান্নার আহাজারি দেখা যায়। 
 
 স্থানীয়রা জানন,একটি দুর্ঘটনা যেন সারা জীবনের কান্না। শিশুটির মৃত্যুতে এখন এলাকায় যেন শোকের ছায়া বয়ে যাচ্ছে।

Loading

শেয়ার করুন: