আক্তার হোসেন ॥
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জামায়াত সন্ত্রাস – নৈরাজ্য করে বানচাল করতে চায়। জনগণের জানমাল রক্ষার্থে তাদের নৈরাজ্য সরকার শক্তহাতে প্রতিহত করবে। আর শেখ হাসিনার অধীনেই জানুয়ারির মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন,চার হাজার কোটি টাকা ব্যয়ে মতলব- কালীপুর ঝুলন্ত সেতু এ মাসেই একনেকে পাস হচ্ছে। এতে চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালীসহ কয়েকটি জেলার লোকজন স্বল্প সময়ে ঢাকা যাতায়াত করতে পারবে। এলাকায় বিশেষ বরাদ্দের আওতায় নলকূপের ব্যবস্থা করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। বাকি রাস্তার পাকা করনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।
২৮ অক্টোবর শনিবার বিকলে মতলব পৌরসভার ১নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের আয়োজনে উত্তর বাইশপুরে মিয়াজী বাড়ির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর মিয়াজীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জসীমউদ্দিন সরকারের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতলব উত্তর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, ছেঙ্গাচর পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক,প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মিয়াজি, লোকমান হোসেন বাবুল মিয়াজী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজ সরকার পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন মতলব পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার মিয়াজি পারভেজ।