বিএনপি থেকে ইব্রাহীম কাজী জুয়েল বহিষ্কার

 

প্রেস বিজ্ঞপ্তি ॥

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক চাঁদপুর জেলা বিএনপির সদস্য ইব্রাহীম কাজী জুয়েলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ্যাড. তাইফুল ইসলাম টিপু, সহ-দফতর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়েছে।

এবিষয়ে জেলা বিএনপির সম্পাদক এ্যাড: সলিম উল্ল্যা সেলিম বলেন, আমরা দলের কেন্দ্রের সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রিত। আমাদের জেলার কমিটির একজন সদস্যকে বহিস্কার করা হয়েছে এমন খবর পেয়েছি। দলের প্রেস বিজ্ঞপ্তিটিও দেখেছি।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ বলেন, দলের জন্য কেউই অপরিহার্য না । কেউ দলীয় সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকলে তার বিরুদ্ধে কেন্দ্র যে কোন সিদ্ধান্ত নিতে পারে। জুয়েলের বিষয়েও তেমনটি হয়েছে।

Loading

শেয়ার করুন: