বিগত ১৬ বছর গোটা বাংলাদেশ ছিল একটা কারাগার : মোতাহার হোসেন পাটওয়ারী

কেএম নজরুল ইসলাম, জসিম উদ্দিন ,ফরিদগঞ্জ :
বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট নিয়ে অবিরাম ছুটে বেড়াচ্ছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোতাহার হোসেন পাটওয়ারী। পাড়া, মহল্লায়, ছোট-বড় বাজার, মসজিদ, মাহফিলে গিয়েও বিএনপির ৩১ দফা প্রচার করছেন। ক্লান্তিহীন ছুটে বেড়িয়ে দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় করছেন সাধারণ জনগণের সাথে। কেউ কেউ মোতাহার হোসেন পাটওয়ারীকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ ফরিদগঞ্জ বিএনপির ঊষালগ্নের পুরনো স্মৃতি রোমন্থন করেছেন। অকপটে স্বীকার করেছেন ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠার ক্ষেত্রে মোতাহার পাটওয়ারীর পরিবারের অবদানের কথা। ব্যবসায়িক কাজের ফাঁকে যখনই সময় পান ছুটে আসেন ফরিদগঞ্জে। ফরিদগঞ্জে এসেই চলে যান সাধারণ মানুষের কাছে।
সোমবার (২৭ জানুয়ারি) ছিল টানা লিফলেট বিতরণের ২য় দিন। এদিন বিকেলে উপজেলার ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের বেড়ির বাজার, গুদারাঘাট বাজার, তুলাতলি বাজারে গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন। মাগরিবের নামাজ আদায় করেন তুলাতলি বাজার জামে মসজিদে। নামাজ শেষে মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। সেখানেও তিনি বিএনপির ৩১ দফার কথা উল্লেখ করেন এবং ভবিষতে তাদের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এর আগে ১২নং চরদুঃখিয়া ইউনিয়নের ফিরোজপুর বাজার, খালপাড় বাজার, চৌমুহনী বাজার এবং বিরামপুর বাজারে লিফলেট বিতরণ করেন। সর্বশেষ সন্ধ্যায় ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, ‘বিগত ১৬ বছর গোটা বাংলাদেশ ছিল একটা কারাগার। সেসময় কথা বলার স্বাধীনতা ছিল না। পুরো প্রশাসনকে আওয়ামীলীগ সরকার দাস বানিয়ে রেখেছে। আওয়ামীলীগ যা বলত, প্রশাসন তাই করত। সেটা যত জঘন্য কাজই হোক না কেন। পুলিশকে তো তারা দলীয় কর্মীর মতো ব্যবহার করত। আওয়ামীলীগ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশটাকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলছে। শত শত কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে। ছোটবড় কোনো ব্যবসায়ীরাই ভালো ছিল না। সৃষ্টিকর্তা এই জালিম সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করেছেন।’
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন, ১১নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন টেলু, ১৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজান গাজী, উপজেলা বিএনপির সদস্য সোহেল কমিশনার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, তানভীর আলমদ নকীব, ১৪নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবদুর রহমান সবুজ, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেন, ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন পাটোয়ারী, নারীনেত্রী শারমিন করিম প্রমুখ।

Loading

শেয়ার করুন: