
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর বিচার বিভাগের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নবাগত নেতৃবৃন্দ।
মঙ্গলবার ২৮শে জানুয়ারি ২০২৫ বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটশীপের বিচারকদের সাথে জেলা আইনজীবী সমিতির নবাগত সভাপতি বাবর বেপারী ও সাধারণ সম্পাদক জসীমউদ্দিন (মেহেদী হাসান) এর নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় সহ আদালতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা ও দায়রা জজ) আবদুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা জজ (১) আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ (২) সৈয়দ তফাজ্জল হোসেন হিরু, যুগ্ম জেলা ও দায়রা জজ (২) তৌহিদুল ইসলাম, ল্যান্ড সার্ভে টাইবুনালের বিচারক ( যুগ্ম জেলা জজ ) পারভেজ আহমেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, সিনিয়র সহকারী জজ রাজেশ চৌধুরী।
আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পিপি অ্যাড: কুহিনুর বেগম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পিপি অ্যাড: শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মোহাম্মদ বাবর বেপারী, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মো: ফরিদ আহাম্মদ মিয়া (রিপন), সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন (মেহেদী হাসান), যুগ্ম সম্পাদক অ্যাডঃমুহাম্মদ আতিকুর রহমান, সম্পাদক ফরমস অ্যাডঃ মোঃ কামাল হোসেন, সম্পাদক লাইব্রেরি অ্যাডঃ আবদুল কাদের খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃশাহাদাত সরকার শাওন, রানিং অডিটর অ্যাডঃ মোহাম্মদ মুসলিম মিয়াজী, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাডঃমোঃ সানজিদ হাসান (সনি), সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মহিউদ্দিন ফাহাদ, সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ কামরুল হাসান প্ৰধান, অ্যাডঃ তানজীর আহমেদ (মামুন), অ্যাডঃ আবদুল কাদের জিলানী (মিল্টন) ও জেলা জজ আদালতের এপিপি অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম।