বিজয় মেলা শুরু হচ্ছে আজ

 

নিজস্ব প্রতিনিধি ॥

আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার চাঁদপুরে বিজয় মেলা শুরু হচ্ছে । চাঁদপুর মুক্ত দিবসে শহরের আউটার স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ৩২তম মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২৩। আজ ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা আগামী একমাসব্যাপী চলবে। আজ বিকাল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি,চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) এম এ ওয়াদুদ।

বিশেষ অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চাঁদপুর জেলা সভাপতি অ্যাড. জাফর ইকবাল মুন্না।

উদ্বোধনীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোমান, উদযাপন পরিষদের মহাসচিব হারুন আল রশীদ

জানা গেছে, মহান এই মুক্তিযুদ্ধকে স্মৃতিময় ও নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস জানাতে ১৯৯২ সাল থেকে আমাদের এ আয়োজন চলছে। আশা করি সকলের সহযোগিতায় এবছরও আমাদের আয়োজন সফলতা পাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। মেলাতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ’৭১সহ দেড় শতাধিক স্টল থাকবে। প্রতিদিন মেলায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ বিভিন্ন জেলা থেকে আগত সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, সংগীত ও নাটক মঞ্চস্থ হবে।

Loading

শেয়ার করুন: