ব্যাংক কলোনীতে চাঁদপুর পৌরসভার মেয়রের পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক॥

গতকাল দুপুরে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান চাঁদপুর পৌরসভা ১৫নং ওয়ার্ডের ব্যাংক কলোনীতে এলকার রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

তাছাড়া চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট হেলাল সাহেবের বাড়ির সামনে দিয়ে উত্তর দিকে যে সংযোগ সড়ক তৈরি হয়েছে। তা ব্যাংক কলোনী রাস্তার সাথে সংযোগ করার প্রত্যয় ব্যক্ত করেন।এতে এলাকার লোকজন ভীষণ আনন্দিত হয়েছে।

উক্ত অবশিষ্ট ১৫০ ফুট সংযোগ সড়কের দুপাশের বাড়ির মালিকদেরকে সড়ক তৈরীর জন্য ৬/৭ ফুট রাস্তা ১৫ দিনের মধ্যে প্রস্তুত করার জন্য নির্দেশ দেন। আগামী কিছু দিনের মধ্যে পৌরসভার কর্তৃক রাস্তা তৈরীর চুড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে সম্মতি জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট জসীমউদ্দীন,শাহজাহান,মুজিবুর রহমান,ব্যাংকার গোলাম মোস্তফা খান,বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর শাখার সভাপতি নেছার আহমেদ, ওয়ালিউল্লাহ রিপনসহ এলাকার গর্ণমান্য বক্তিগণ।

Loading

শেয়ার করুন: