নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুরে এবার ভূমিসেবা সপ্তাহ চার শতাধিক বিদেশ গমনেচ্ছুকে নিয়ে করা হয়েছে। এই বিপুল সংখ্যক বিদেশ গমনেচ্ছুর উপস্থিতিতে ভূমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত জনসচেতনতামূলক সভা করা হয়। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি, চাঁদপুর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তাঁর বক্তব্যে ভূমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত সরকারের সেবার নানাদিক তুলে ধরেন। জমি কিনতে গিয়ে ক্রেতা যেনো প্রতারণার শিকার না হন সে বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং উপদেশ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তুলে ধরেন।
জেলা প্রশাসক বলেন, আপনারা আজকে যারা এই সভায় অংশ নিয়েছেন, তারা বিদেশ যাবেন, কষ্টার্জিত অর্থ দেশে পাঠাবেন, সে টাকা দিয়ে নিজের নামে অথবা পরিবারের সদস্যদের নামে জমি ক্রয় করবেন। আমাদের সমাজে সচরাচর এমনই হয়ে থাকে। সে জন্যই আমরা আমাদের অফিসে নির্দিষ্ট একটা পরিমণ্ডলে এ সভাটির আয়োজন না করে এখানে এসে আপনাদের উপস্থিতিতে এ সভাটি করার যথোপযুক্ত স্থান হিসেবে চিন্তা করেছি। আজকের আমাদের আলোচনা এবং নানা উপস্থাপনার মাধ্যমে এই প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর দশজনও যদি উপকৃত হয়, সচেতন হয়, তাতেই আমরা সার্থক মনে করবো।
তিনি বলেন, আপনি আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে জমি ক্রয় করুন, ঝামেলা ক্রয় করবেন না। কারো জমি ক্রয়ের আগে মালিকানা সঠিকভাবে যাচাই করে নেন। রেকর্ড, বিএস, সিএস, আরএস, দাগ, খতিয়ান এসব সঠিকভাবে যাচাই করে নেন। সরকারের সেবামূলক প্রতিষ্ঠান বসে আছে আপনাকে সেবা দেয়ার জন্যে। এখন সে সেবা নেয়ার দায়িত্ব আপনার। ভূমি সংক্রান্ত কোনো অফিসে গিয়ে কোনো দালাল ধরার প্রয়োজন নেই। দালাল ধরতে গেলেই আপনি প্রতারণা, হয়রানির শিকার হবেন। এখন সবকিছুই অনলাইনে হচ্ছে। গোপন করার কোনো সুযোগ নেই। কিন্তু যখন আপনি না জানবেন, সচেতন না হবেন তখনই আপনি হয়রানিসহ প্রতারণার শিকার হবেন।
তিনি বলেন, ২০২৬ সালের পর থেকে আর কাউকে ভূমি অফিসে যেতে হবে না। ঘরে বসেই সব সেবা নিতে পারবে।
সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদা আক্তার, ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি, চাঁদপুরের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ সাকাওয়াত আলী, সদর এসি ল্যান্ড মোঃ হেদায়েত উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও সনাক চাঁদপুরের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথী।