
প্রতিনিধি:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ মহিউদ্দিন খান আলমগীর এর ব্যক্তিগত সহকারি এডভোকেট মো, হেলাল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ভাংচুর, চাঁদাবাজি, একাধিক ব্যক্তিকে হত্যার হুমকির অভিযোগে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
২২ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুরে কচুয়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তনময় কুমার দে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের সিএসআই আবু নছর নিপু বলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের গাড়ি চালক মতিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এ মামলার এক নাম্বার বিবাদী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। আটক হেলাল উদ্দিন এই মামলার ৬ নং বিবাদী। মামলাটিতে ৮৯ জন নামীয় বিবাদী এবং পাঁচ শতাধিক অজ্ঞাত বিবাদী রয়েছে। কচুয়া থানায় মামলা নাম্বার ৬,তারিখ ২৬/৮/২০২৪।জিয়ার মামলা নং ১১২৭/২৪
কোর্ট ইন্সপেক্টর মো, শহীদুল্লাহ বলেন, এ মামলার বিবাদী হেলাল উদ্দিন উচ্চ আদালত থেকে ছয় মাসের আগাম জামিন নিয়েছিলেন। তিনি নির্ধারিত সময়ের পরে নিম্ন আদালতে হাজির হয়ে মেয়াদ উত্তীর্ণ জামিন নামা দিয়ে স্থায়ী জামিনের আবেদন করেন।
বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষের সিএসআই আদালতে আপত্তি তোলেন এবং আজহারভুক্ত বিষয়ে আলোকপাত করে বিবাদীর জামিন নামঞ্জুর করার আবেদন করেন।
বিচারক প্রতারণা এবং ভাঙচুর হত্যার হুমকি ইত্যাদি অভিযোগে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
বিবাদীর পক্ষে পক্ষে ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনিযুক্ত সভাপতি এডভোকেট বাবর ব্যাপারীসহ আইনজীবীগণ।
উল্লেখ্য, এডভোকেট হেলাল উদ্দিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান ছিলেন। সাবেত স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত সহকারী হিসেবে বহু মানুষকে ক্ষতিগ্রস্ত করা হুমকি ধামকি দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।