আজ পঞ্চম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মতলব পৌরসভার মেয়র পদে আবারো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওলাদ হোসেন লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন।
জানা যায়, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটন নৌকা প্রতীক নিয়ে ২০ হাজার ৬শ ৯৪ ভোট পেয়েছেন।। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক বাদল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯শ ৭৯ ভোট।
এছাড়া জাতীয় পার্টি মনোনীত ডি এম আলাউদ্দিন লাঙগল প্রতীক নিয়ে পেয়েছেন ১শ ৯৭ ভোট ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন মনোনীত সফিকুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৭শ ৫৭ ভোট।
এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল তিনটার সময় জাতীয় পার্টি ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীগণ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।এছাড়াও নির্বাচনের ৬ দিন আগে সাংবাদিক সম্মেলন করে বিএনপির প্রার্থী এনামুল হক বাদল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।