মতলবে খিরাই নদীর পুনর্খননের কাজ উদ্বোধন করলেন এমপি রুহুল

মতলব দক্ষিণ উপজেলাধীন খিরাই নদীর পুনর্খনন কাজের উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পিতাম্বর্দী বাজারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তসলিম আহম্মেদ মিয়াজী, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন।

আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, কৃষক লীগের সভাপতি ইমাম হোসেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাসেল পাটওয়ারী নিলয়,ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন জুয়েল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, শাহিনুর মেম্বার প্রমুখ।

নদী পুনর্খনন উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের সর্বস্তরের জনগণ, দলীয় নেতৃবৃন্দ সহ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ১১ কিলোমিটার দীর্ঘ এই নদী খনন কাজে প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী জুন মাসের মধ্যেই নদী খননের কাজ শেষ হবে

Loading

শেয়ার করুন: