বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও তাঁর খান পরিবারের পক্ষ থেকে মতলব পৌরসভা ২শত ৩০ টি পরিবারের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল দশটা থেকে মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন এর নেতৃত্বে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
জানা যায়, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা ও দুটি পৌরসভায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও তাঁর পরিবারের সদস্যরা। তারই অংশ হিসেবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে মতলবের দুই উপজেলার আওয়ামী যুবলীগের নেতাকর্মী। উপজেলার মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছানোর বিষয়টি মাইনুল হোসেন খান নিখিল নিজেই তদারকি করছেন।
মতলবে খাদ্য বিতরণ কালে যুবলীগের নেতা-কর্মীদের কাছে মুঠোফোনে তিনি বলেন, দেশনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাজ করে যাচ্ছে। দেশের কোন মানুষ খাদ্য অভাবে না পারে সেজন্যই যুবলীগের নেতাকর্মীদের কে সক্রিয় থাকার আহ্বান জানান।