মতলবে জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি:
মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সেবা ও কল্যাণমূলক কাজ বাস্তবায়নের জন্য জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সংগঠনের পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমনের প্রস্তাব ও  উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে প্রথম আলো প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন কে সভাপতি ও  দৈনিক মেঘনা বার্তার মতলব প্রতিনিধি, ইত্তেফাক সংবাদদাতা আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সহ-সভাপতি  ফারুক আহমেদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, কোষাধ্যক্ষ মোঃ আরিফ বিল্লাহ, সম্মানিত সদস্য আমির খসরু প্রধান, গোলাম সারওয়ার সেলিম, রোকনুজ্জামান রোকন, শ্যামল চন্দ্র দাস, মাহফুজ মল্লিক, আশরাফুল জাহান শাওলিন।
এ উপলক্ষে  ২১ জুলাই,শুক্রবার সকাল ১০ টায় কচি- কাঁচা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমনের সভাপতিত্বে ও সমন্বয়ক আক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, দৈনিক জনতা প্রতিনিধি আমির খসরু প্রধান, চাঁদপুর খবর প্রতিনিধি গোলাম সারওয়ার সেলিম, চাঁদপুর বার্তা প্রতিনিধি রোকনুজ্জামান রোকন,  মানবজমিন প্রতিনিধি শ্যামল চন্দ্র দাস, আমাদের সময় প্রতিনিধি মাহফুজ মল্লিক, সুদীপ্ত চাঁদপুর প্রতিনিধি ফজলে রাব্বি ইয়ামিন, চাঁদপুর সংবাদের সহ-সম্পাদক  জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
এ সময় চাঁদপুরকন্ঠ প্রতিনিধি মোঃ আরিফ বিল্লাহ, বিডি জার্নাল প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, আজকের মতলবের নির্বাহী সম্পাদক  লোকমান হোসেন হাবিব,  বার্তা সম্পাদক আবদুল মান্নান খান,  চাঁদপুর সময় প্রতিনিধি পলাশ রায়, বাংলাদেশের আলো প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন,  আওয়ার বাংলা প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, অপরাধ তথ্যচিত্র প্রতিনিধি মোঃ খোরশেদ আলম,  আদি বাংলা প্রতিনিধি মোঃ দিপু প্রধান, পাঠক সংবাদ প্রতিনিধি এ এস পলাশ, প্রিয় চাঁদপুর প্রতিনিধি আল আমিন মিয়াজী, আজকের মতলব প্রতিনিধি রতন চক্রবর্তী প্রমুখ।

Loading

শেয়ার করুন: