মতলব প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের মহানগর দক্ষিণের সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপু মতলব দক্ষিণের মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন
আজ ২২ অক্টোবর রবিবার সন্ধ্যায় শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর সাহার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এসময় তিনি বলেন, সরকার সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্ভিঘ্নে উদযাপনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছেন। এজন্য সারা বাংলাদেশে তাদের বড় ধর্মীয় উৎসব শান্তিতে উদযাপন হচ্ছে। সরকারের আর্থিক সহযোগিতার পাশাপাশি আওয়ামী লীগের নেতৃবৃন্দও তাদের আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার।
এ সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল,ফতেপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য আল আমিন ফরাজী, শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আছমা আক্তার আঁখি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হোসাইন মোঃ কচি প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তিনি কলাদী শ্রী শ্রী হরিসভা মন্দির, ঘোষ পাড়ার মন্দিরসহ অন্যান্য মন্দির পরিদর্শন করেন।এসময় তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান হিসেবে শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরকে ১ লক্ষ টাকা ও অন্য চারটি মন্দিরে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন।